স্পোর্টস ডেস্ক : বল কিংবা ক্রিকেট মাঠে প্রিয় তারকার কাছে যেতে দর্শক ঢুকে পড়া নতুন কোনো ঘটনা নয়। হরহামেশাই এমন ঘটে। কিন্তু করোনাকালে এমন ঘটনা ঘটালে তো আক্কেল সেলামী দিতেই হবে। এমনটাই ঘটেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া ফুটবলে। করোনা পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ান রুলস ফুটবলে গত বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল জিলং ও কলিংউড। সেই ম্যাচে মাঠে ঢুকে পড়ে এখন ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিতে হচ্ছে এক দর্শককে।
অপটাস স্টেডিয়ামে চলমান ম্যাচের শেষ মুহুর্তে মাঠে ঢুকে পড়েন জেসি হায়েন নামের ওই দর্শক। সাথে সাথে ধরে বেঁধে তাকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। নিজের কান্ডের জন্য অনুতপ্ত না হলেও ক্ষমা চেয়েছেন হায়েন। এবং এটাও বলেছেন তার কাছে জরিমানা দেওয়ার জন্য ৫০ হাজার ডলার নেই। তাই মানুষের কাছে সাহায্য চাইছেন, তাকে এ বিপদ থেকে উদ্ধার করার জন্য। তবে নিজের ঘটানো এই কাণ্ডে বেশ মজাও পেয়েছেন হায়েন। যদিও বোকামির জন্য তার অনুতাপ হচ্ছে।
এরই মাঝে তিন বছরের জন্য হায়েনকে অপটাস স্টেডিয়ামে ঢোকায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া সাজা ঘোষণা করতে আগামী শুক্রবার তাকে আদালতে ডাকা হয়েছে। রাজ্য সরকারের নিয়মানুযায়ী বড় ধরণের শাস্তিই অপেক্ষা করছে তার জন্য। পেশায় রাজমিস্ত্রী হায়েন মাত্র পাঁচ সপ্তাহ আগে পার্থে এসেছেন। করোনার এসব নিয়ম জানতেন না বলে দাবি করেছেন তিনি। তিনি টিভিতে দেখেছেন, দর্শক মাঠে ঢুকে পড়ার দৃশ্য। নিজেকে সেই জায়গায় কল্পনা করতে গিয়েই এই বোকামিটা করে ফেলেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।