স্পোর্টস ডেস্ক: র্যাঙ্কিংয়ে তো এগিয়েই, আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে সাম্প্রতিক পারফরম্যান্সের সুবাদেও। তার ওপর ওয়ানডে ফরম্যাট আবার টাইগারদের সবচেয়ে প্রিয়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তামিম ইকবালের দল তাই পরিষ্কার ফেবারিট। যদিও তা মানতে নারাজ আফগানিস্তান অধিনায়ক হাসমতুল্লাহ শহীদি।
আগামীকাল চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। তার আগে আজ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ছোড়া প্রশ্নের জবাবে মুখে মৃদু হাসি এনে হাসমতুল্লাহ শহীদি বলেন, বাংলাদেশকে ফেবারিট মেনে সিরিজ শুরু করতে রাজি নন তারা।
তিনি বলেন, ‘আমরাও এখানে ভালো ক্রিকেট খেলতে এসেছি, জিততে এসেছি। হ্যাঁ, অবশ্যই তারা ভালো ক্রিকেট খেলছে, আমরাও এখানে ভালো ক্রিকেট খেলতে এসেছি। আমরাও গত দুই বছর ভালো করছি। ’
দলীয়ভাবে বাংলাদেশ থেকে পিছিয়ে থাকলেও আরেকটি প্রশ্নেও নিজেদের শ্রেষ্ঠত্ব জানান দিতে কার্পণ্য করলেন না শহীদি। বাংলাদেশ নাকি আফগানিস্তান কাদের স্পিন আক্রমণ শক্তিশালী? এমন প্রশ্নে পাল্টা প্রশ্ন করে জানতে চাইলেন, ‘আপনারাই বলুন। ’ পরে তিনি উত্তর দিলেন এভাবে, ‘পুরো বিশ্ব জানে আফগানিস্তানের স্পিনাররা সেরা, কাজেই অবশ্যই আফগানিস্তান। ’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।