স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে আজকের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না মুশফিকের রহিমের। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে দলের অন্যতম সেরা ব্যাটসম্যানকে পাচ্ছে না বাংলাদেশ। ম্যাচের সকালে নাটকীয় উন্নতি না হলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মুশফিকের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
তবে এই হতাশার পাশে বাংলাদেশের জন্য একটু স্বস্তির খবর, একাদশে ফিরছেন মাহমুদউল্লাহ। কাফ মাসলের চোট যদিও শতভাগ কাটিয়ে উঠতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তবে ম্যাচ চালিয়ে যাওয়ার মতো অবস্থায় এসেছেন।
এদিকে মুশফিক না থাকায় চার নম্বরে ব্যাট করবেন লিটন কুমার দাস। মাহমুদউল্লাহ খেলবেন পাঁচে। সাব্বির রহমানও টিকে যাচ্ছেন একাদশে।
এদিকে মুশফিক হাতে চোট পেয়েছেন ম্যাচের আগের দিন নেট অনুশীলনে। তখনই বেরিয়ে যান নেট ছেড়ে। পরে এক্সরেতে কোনো চিড় ধরা পড়েনি। তবে সতর্কতা হিসেবে হাত ঝুলিয়ে রাখা হয়েছিল স্লিংয়ে। কিন্তু ব্যথা কমেনি। রাতেও চোটের জায়গা ফুলে ছিল অনেকটা।
তাছাড়া কাফ মাসলের চোটে ভারতের বিপক্ষে ম্যাচে না খেলা মাহমুদউল্লাহর মূল সমস্যা ছিল রানিংয়ে। বৃহস্পতিবার অনুশীলনে স্প্রিন্ট দিয়ে পরখ করেছেন পেশির অবস্থা। ৮০-৮৫ ভাগ ফিট হয়ে উঠেছেন বলে ধারণা করা হচ্ছে। মুশফিকের অনুপস্থিতি ও বিশ্বকাপে দলের শেষ ম্যাচ বলে তবু মাঠে নামবেন পায়ে টেপ পেঁচিয়ে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel