স্পোর্টস ডেস্ক: ইনজুরির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর থেকে ছিটকে গেছেন প্রথমবারের মতো খেলতে আসা যুক্তরাষ্ট্রের পেসার আলী খান।
বুধবার (৭ অক্টোবর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে আইপিএল কর্তৃপক্ষ। তবে তার ইনজুরিটা কতোটা গুরুতর বা কিসের ইনজুরি সে সম্পর্কে কিছুই জানা যায়নি।
বিবৃতিতে বলা হয়, কলকাতা নাইট রাইডার্স হ্যারি গার্নির বদলি হিসেবে আলী খানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল। খান প্রথম যুক্তরাষ্ট্রের খেলোয়াড় হিসেবে আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ইনজুরিতে পড়ার কারণে চলতি আসরের বাকি অংশে আর অংশ নিতে পারছেন না খান।
এর আগে কাঁধের ইনজুরির কারণে ইংলিশ পেসার হ্যারি গার্নি ইনজুরিতে পড়ায় তার বদলি হিসেবে আলী খানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু একটি ম্যাচও না খেলেই ইনজুরিতে পড়ে এবারের আইপিএল থেকে ছিটকে গেলেন তিনি।
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চ্যাম্পিয়ন দল ত্রিনবাগো নাইট রাইডার্সের সদস্য ছিলেন আলী খান। যেখানে ৮ ম্যাচে ১৮.৭৫ গড় এবং ৭.৪৩ ইকোনমি রেটে ৮ উইকেট শিকার করেন তিনি। এছাড়াও যুক্তরাষ্ট্রের হয়ে মাত্র একটি ওয়ানডে খেলেছেন আলী খান। যেখানে তার শিকারও একটি উইকেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।