স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম ম্যাচে ছিলেন না একাদশে। দ্বিতীয় টেস্টে ফিরলেন দলে। ফিরেই গড়লেন এক ইতিহাস। বলছি ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের কথা। তার কল্যাণে বৃহস্পতিবার (১৭ জুলাই) ক্রিকেট বিশ্ব দেখলো বিরল এক ইতিহাস।
খেলা দিয়ে এই ইতিহাস গড়েননি ব্রড। ইতিহাস গড়লেন প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে নিজের বাবার সঙ্গে ম্যাচে অংশ নিয়ে। তবে ছেলে মাঠে খেললেও বাবার দায়িত্ব খেলা পরিচালনা করা। কেননা স্টুয়ার্ট ব্রডের পিতা ক্রিস ব্রড যে আইসিসির এলিট আম্পায়ার।
বাবা-ছেলের এই বিরল ইতিহাস গড়ার পেছনে মূল অবদান রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কেননা করোনা সংক্রমণ ঠেকাতে প্রণিত গাইডলাইনে স্থানীয় আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনার বিধান করেছে সংস্থাটি। ফলে প্রথমবারের মতো মাঠে একই সঙ্গে নামার সুযোগ হল বাবা-ছেলের।
তবে এমন ঘটনা ক্রিকেটের ইতিহাসে এই প্রথম নয়। ২০০৬ সালে কেনিয়া-বাংলাদেশের ওয়ানডেতে আম্পায়ারের দায়িত্বে ছিলেন কেনিয়ান আম্পায়ার সুভাস মোদি। আর দলের হয়ে খেলছিলেন তারই ছেলে হিতেস। সেই ম্যাচে নিজের ছেলেকে আউটও দিয়েছিলেন সুভাস।
ওয়ানডের ইতিহাসে হিতেস আর সুভাস মোদি হলেও টেস্ট ক্রিকেটে দুই ব্রডের ইতিহাস এবারই প্রথম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।