মিরপুর শেরেবাংলায় আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের একাদশ আসর। এরপর পর্যায়ক্রমে সিলেট আর চট্টগ্রামেও দেখা যাবে বিপিএল ম্যাচ। এজন্য দর্শকদের খরচ করতে হবে সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার টাকা। আজ ঢাকা পর্বের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলে সাধারণত বিশ্ব তারকাদের সমাবেশ সেভাবে দেখা যায় না। প্লে অফে ওঠা দলগুলো এক-দুই ম্যাচের জন্য কিছু তারকাকে নিয়ে আসে। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। অংশগ্রহণকারী সাতটি দলে তারকার ছড়াছড়ি নেই বললেই চলে। এমনকী বাংলাদেশ তথা বিশ্বের অন্যতম বড় তারকা সাকিব আল হাসানের বিপিএল খেলাও অনিশ্চিত। সুতরাং দর্শকদের ‘যা আছে তাই’ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।
বিপিএলের টিকিট কেনা যাবে অনলাইন এবং ব্যাংকের মাধ্যমে। সর্বনিম্ন ২০০ টাকায় কেনা যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট। আর সর্বোচ্চ ২০০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের জন্য। এছাড়া নর্দান ও সাউদার্ন গ্যালারি ৩০০ টাকা, . ক্লাব হাউস নর্থ ও সাউথ ৫০০ টাকা, কর্পোরেট ব্লক ৮০০ টাকা, মিডিয়া ব্লক এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথের টিকিট মূল্য ১০০০ টাকা।
সংস্কার না হলে শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি হবে: উপদেষ্টা সাখাওয়াত
উদ্বোধনী ম্যাচের দিন টিকিট বিক্রি শুরু হবে সকাল ১০টা থেকে। অনলাইনে টিকিট কেনা যাবে www.gobcbticket.com.bd থেকে। আর ঢাকায় মধুমতি ব্যাংকের সাতটি শাখা থেকে টিকিট বিক্রি হবে। শাখাগুলো হচ্ছে মিরপুর ১১, মতিঝিল, উত্তরা জসিমউদ্দিন, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও পল্টনের ভিআইপি রোড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।