Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : উৎসবের মিছিলের মধ্যে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তাকে চুম্বন করেছে এক মাতাল ব্যক্তি। এর দায়ে ওই মাতাল ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতে হায়দ্রাবাদের ঘটেছে এই ঘটনা। দেশটির পুলিশ মঙ্গলবার এ তথ্য জানায়। খবর এনডিটিভির।
হিন্দুদের এক ধর্মীয় উৎসব চলাকালীন এ ঘটনা ঘটেছে।
হায়দ্রাবাদের এক পুলিশ কর্মকর্তা বলেন, রবিবার বনালু উতসবে নিরপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়। সেই এলাকায় ছিলেন সাব-ইনস্পেক্টর মাহেন্দ্রা। এসময় ভানু নামের এক মাতাল ব্যক্তি তাকে চুম্বন করে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছ, ভানু তার বন্ধুদের সঙ্গে ড্রামের তালে নাচতেছিল। এসময় দায়িত্বরত এক পুলিশকে সে থামায় এবং জড়িয়ে ধরে। এরপর তার ঠোঁটে চুম্বন করতে চায়।
ইতিমধ্যে ওই ব্যক্তির নামে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এসআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।