মাত্র এক ম্যাচ খেলা লিটন আইপিএল থেকে কত পাবেন?
স্পোর্টস ডেস্ক : আইপিএল চলাকালীন সময়ে হঠাৎ করে দেশে ফিরে আসেন লিটন দাস। ১৯ দিনের মাথায় কলকাতা ছেড়ে বাংলাদেশে চলে আসেন এই টাইগার ব্যাটার। কলকাতা দলের মিডিয়া বিভাগ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার (২৮ এপ্রিল) পারিবারিক কারণে লিটন দাসকে বাংলাদেশে ফিরে যেতে হয়েছে। চলতি মৌসুমে কলকাতার জার্সিতে মাত্র এক ম্যাচ খেলা লিটন আইপিএল থেকে আনুমানিক কত টাকা পাবেন এ নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেটপ্রেমীদের।
লিটন দলের সঙ্গে যোগ দেয়ার পর কলকাতা পাঁচটি ম্যাচ খেলেছে, যেখানে একটি ম্যাচের একাদশে ছিলেন লিটন। সেই ম্যাচে চরম বাজে পারফরম্যান্স করে পরের ম্যাচেই একাদশ থেকে বাদ পড়েন তিনি। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত প্রত্যাশাই লিটনকে চাপে ফেলেছে।
আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার যদি দেশের হয়ে খেলার জন্য পুরো আইপিএল দলের সঙ্গে না থাকতে পারেন, তাহলে ফ্র্যাঞ্চাইজি তাকে পুরো বেতন দিতে বাধ্য নয়। এক্ষেত্রে একাদশে খেলা এবং না খেলা মিলিয়ে যতগুলো ম্যাচে তাকে দলের সঙ্গে পাওয়া গেছে, ততগুলো ম্যাচের জন্য তাকে অর্থ দেওয়া হবে। সেই হিসেবে কোয়ালিফায়ার বাদে ৫০ লক্ষ রুপি দিয়ে লিটনকে কেনা হয়েছিল অন্তত ১৪টি ম্যাচে খেলার জন্য। তাই প্রতি ম্যাচে লিটনের প্রাপ্য ছিল আনুমানিক সাড়ে তিন লক্ষ রুপি।
লিটন কলকাতা দলের সঙ্গে পাঁচটি ম্যাচ থেকেছেন। সেক্ষেত্রে লিটন আনুমানিক সাড়ে ১৭ লক্ষ রুপির মতো পাবেন। তবে প্রকৃতপক্ষে লিটন কত টাকা পাবেন, সেটা পুরোপুরি নির্ভর করে ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেটারের ওপরই। সূত্র: আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।