নাসা’র স্পেসএক্স ক্রু-১১ মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছে গেছেন তিন দেশের চার নভোচারী। গতকাল শনিবার ১৫ ঘন্টার যাত্রা শেষে আইএসএস-এ পৌঁছায় চার নভোচারীকে বহন করা স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযানটি।
শনিবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৭ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) হারমনি মডিউলে ডক করে স্পেসএক্সের ‘এনডেভার’ নামের ক্রু ড্রাগন মহাকাশযানটি। স্টেশনে সফলভাবে ডক করার পর নভোচারীরা নিয়ম অনুযায়ী দুটি মহাকাশযানের মাঝে ফুটো পরীক্ষা ও চাপ (প্রেশার) পরীক্ষা সম্পন্ন করেন।
অতঃপর বাংলাদেশ সময় (শনিবার) দুপুর ১টা ৪৬ মিনিটে চার নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ করেন, যেখানে তাঁদেরকে স্বাগত জানায় আইএসএস-এ আগে থেকেই অবস্থান করা সাত জন নভোচারী। গত এপ্রিলে শুরু হওয়া নাসা’র ‘এক্সপেডিশন ৭৩’ প্রোগ্রামের অধীনে বর্তমানে মহাকাশ স্টেশনে অবস্থান করছেন তাঁরা। এবারে তাঁদের সাথে যোগ দিয়েছেন ক্রু-১১ মিশনে যাওয়া চার নভোচারী।
উল্লেখ্য, নাসার পরিচালিত বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের ১১তম ফ্লাইট এটি। এবারের ফ্লাইটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) গিয়েছেন নাসা’র দুই আমেরিকান নভোচারী জেনা কার্ডম্যান ও মাইক ফিঙ্ক, এবং জাপানের অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির কিমিয়া ইউই ও রাশিয়ার কসমোনট ওলেগ প্ল্যাটোনভ।
‘এক্সপেডিশন ৭৩’ প্রোগ্রামের অধীনে নভোচারীরা সকলেই মহাকাশ স্টেশনে চলমান বৈজ্ঞানিক গবেষণা কার্যক্রম অব্যাহত রাখবেন এবং স্টেশনের সার্বিক রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করবেন।
https://inews.zoombangla.com/digital-will-toiri-vobissoter-jonno-cinta-daf/
উল্লেখ্য, গত শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টা ৪৩ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন নাসা’র ক্রু-১১ মিশনের চার নভোচারী। তাঁদেরকে বহন করা স্পেসএক্সের ক্রু ড্রাগন ‘এনডেভার’ মহাকাশযানটিকে কক্ষপথে নিয়ে গেছে স্পেসএক্সেরই ফ্যালকন ৯ রকেট, যেটি উৎক্ষেপণ করা হয় ফ্লোরিডাতে অবস্থিত নাসা’র কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স ৩৯এ থেকে।
তথ্যসূত্র: নাসা, ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।