জুমবাংলা ডেস্ক : মাত্র এক টাকায় মিলছে কোক, পেপসি অথবা লাইফবয় সাবান। শুনে চমকে উঠলেও এই এক টাকার অফার আবারও নিয়ে এসেছে বিকাশ।
বিকাশের অ্যামেজিং ডিলসের মাধ্যমে এই অফারটি পাবে দেশবাসী। দেশের মধ্যে নির্দিষ্ট দোকানে বিকাশের নতুন অ্যাপ দিয়ে ৩০ টাকা পেমেন্ট বিকাশ করে ৫০০মিলি পেপসি, ৪০০মিলি কোকা-কোলা অথবা ১০০ গ্রাম লাইফবয় সোপ কিনলে পাবেন ২৯ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
অর্থাৎ ৩০ টাকা বিকাশে ওই দোকানের নাম্বারে পাঠালে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ২৯ টাকা ক্যাশব্যাক।
জানা গেছে, অফারটি ৩১ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত একজন গ্রাহক একবার নিতে পারবেন।
এছাড়া বিকাশ নতুন অ্যাকাউন্ট খুললে ১০০ টাকা পর্যন্ত বোনাস দিচ্ছে। সম্প্রতি তাদের অ্যাপে বেশ কিছু পরিবর্তন এনেছে। পরিবর্তিত অ্যাপে নতুন এসব সুবিধা যুক্ত করা হয়েছে। যারা আগে থেকেই অ্যাপ ব্যবহার করছেন এমন গ্রাহকদের জন্য অ্যাপেই রয়েছে অসংখ্য আকর্ষণীয় অফার।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.