মাত্র ৩০ হাজার টাকায় ইন্টেলের দুর্দান্ত গ্রাফিকস কার্ড!

Arc A770

করানোর পর থেকেই গ্রাফিক্স কার্ডের বাজার রীতিমতো আগুন। গ্রাফিক্স কার্ডের দাম এতই বৃদ্ধি পেয়েছিল যে আগ্রহী ক্রেতারা খুব হতাশ হয়েছিলেন। এমনকি পঁচিশ হাজার টাকার একটি Nvidia কার্ড ৫৫ হাজার টাকাতে বিক্রি হয়েছে। মার্কেটে প্রতিযোগিতা বৃদ্ধি করতে ইন্টেল অক্টোবরের ১২ তারিখে তাদের নতুন গ্রাফিক্স কার্ড রিলিজ করতে যাচ্ছে।

Arc A770

ইন্টেলের Arc A770 আসবে ৮ গিগাবাইট ও ১৬ গিগাবাইট এর দুটি ভ্যারিয়েন্টে। এর মধ্যে লিমিটেড এডিশন গ্রাফিক্স কার্ডটিতে ১৬ গিগাবাইট মেমোরি থাকবে।

ARC A770 ফিচার করছে  ACM-G10 জিপিইউ যেটিতে ৩২টি Xe Cores রয়েছে। 512 টি XMX ইঞ্জিন ও 4096 টি Fe32 Cores রয়েছে।

জিপিইউটি 2.1 Ghz ক্লক স্পিডে রান করবে ও এর 16 GB GDDR6 মেমোরির বাস ২৫৬ বিট ও ক্লক স্পিড 17.5 Gbps. 8GB ও 16GB এর দুটি ভ্যারিয়েন্টই ২২৫ ওয়াট টিডিপি রেটিং প্রাপ্ত।

Arc A সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো ইন্টেলের Xe-HPG মাইক্রোআর্কিটেকচারে প্রস্তুত করা হয়েছে ও TSMC এর 6nm node ব্যবহার করা হয়েছে এগুলোতে।

এই বাজেটে AMD এর Radeon RX 6600 XT, 6650 XT বা NVIDIA এর RTX 3050 এর সাথে সরাসরি কম্পিটিশনে যাওয়ার কথা Arc A770 এর।

তবে ইন্টেল তাদের পারফর্মেন্স চার্টগুলোর মাধ্যমে আভাস দিচ্ছে যে RTX 3060 কে ARC A770 বেশ ভালো ভাবেই সব সেক্টরেই পেছনে ফেলতে যাচ্ছে। যদিও ১২ তারিখে লঞ্চ হবার পর 3rd party রিভিউ গুলোর মাধ্যমেই জানা যাবে এই জিপিইউটির শক্তি আসলে কতটুকু ও ইন্টেলের দাবিই বা কতটুকু সত্যি।

ইন্টেল যে ডাটা গুলো প্রকাশ করেছে সেখানে 3DMark এর Ray Tracing performance এ 2spp, 4spp, 6spp ও 8spp টেস্টের প্রত্যেকটিতেই RTX 3060 থেকে ৪০-৪৫% বেটার স্কোর করতে দেখা যাচ্ছে ARC A770 কে। Threat sorting unit এর ক্ষেত্রেও বেশ বড় ব্যবধানে ৩০৬০ কে পেছনে ফেলছে এটি।

1080p তে ১৭টি গেমে রে ট্রেসিং বেঞ্চমার্কে ৩টি গেমে ১০-২০% পিছিয়ে ছিল ইন্টেলের জিপিইউটি। বাকি ১৩টি টাইটেলে ৪ থেকে ৫৬% পর্যন্ত বেশি ফ্রেমরেট দিতে সক্ষম হয়েছে এটি।

বর্তমানে গ্রাফিক্স কার্ড এর বাজারে রাজত্ব করছে Nvidia ও AMD। ইন্টেল যদি মাঝারি বাজেটে ভালো কোয়ালিটির কার্ড মার্কেটে আনতে পারে তাহলে দিনশেষে ক্রেতারাই লাভবান হবে।