জুমবাংলা ডেস্ক: রবিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাত্র ৯৯ ভোট পেয়েছেন চেয়ারম্যান প্রার্থী জান্নাতুল বকেয়া রেখা। কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে তিনি ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
উপজেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, নির্বাচনে কৈয়ারবিল ইউপিতে ভোট পড়েছে ৯ হাজার ৯৯৮টি। নৌকা প্রতীকে জান্নাতুল বকেয়া রেখা পেয়েছেন মাত্র ৯৯ ভোট।
মোট প্রদত্ত ভোটের আট ভাগের একভাগও পাননি জান্নাতুল বকেয়া। এ কারণে তার জামানত বাজেয়াপ্ত করেছে নির্বাচন অফিস।
স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া উপজেলার ৩ নম্বর কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন জান্নাতুল বকেয়া রেখা। ওই ইউনিয়নের ১৩ হাজার ভোটারের মধ্যে এবার ৯টি কেন্দ্রে ভোট পড়েছে ১০ হাজার ২৯০টি। তার মধ্যে জান্নাতুল বকেয়া পেয়েছেন ৯৯ ভোট।
ওই ইউনিয়নে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মক্কী ইকবাল পেয়েছেন ৩ হাজার ৭৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফজলুর রহমান পেয়েছেন ৩ হাজার ৩১৩ ভোট।
আলোচিত চেয়ারম্যান প্রার্থী জান্নাতুল বকেয়া রেখা চকরিয়া উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।
তৃতীয় দফায় কক্সবাজারের ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে ১৫টির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ব্যালট পেপার ছিনতাই ও ব্যালট বক্স ভাঙচুরের কারণে বারবাকিয়া ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়েছে।
কক্সবাজারে ইউপি নির্বাচনে ৬টিতে আওয়ামী লীগ ও ৯টিতে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।