Advertisement
জুমবাংলা ডেস্ক : স্থানটা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের প্লাটফর্ম। সময়টা শুক্রবার সন্ধ্যার কিছুটা আগে। হঠাৎ একদল তরুণ মিলে অপর এক তরুণের মাথায় ময়দা মাখিয়ে দিচ্ছে এবং মাথায় একের পরে এক ডিম ভাঙছে।
এ দৃশ্য দেখে উপস্থিত অনেকেই এগিয়ে এসে এর কারণ জানতে চাইলেন। তরুণরা জানালেন, এই তরুণের জন্মদিন উদযাপন করছেন তারা। তবে নিজেদের নাম-পরিচয় প্রকাশ করেননি তারা।
এ দৃশ্য দেখে স্থানীয় জিতু মিয়া বলেন, জীবনে বহু কিছু দেখেছেন। প্রথম এই ধরনের জন্মদিন উদযাপন করতে দেখলেন।
স্থানীয় এক সাংবাদিক শাকিল চৌধুরী জানান, সংবাদ সংগ্রহ করতে গিয়ে এই দৃশ্য দেখে অবাক হয়েছেন।
এমনভাবে জন্মদিন উদযাপন নিয়ে উপস্থিত মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।