নারায়ণগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে কথিত যুবদল নেতা আলম চানসহ ২৪ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। অভিযানে মাদক, মাদকসেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবিরের নেতৃত্বে বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে শহরের জিমখানা এলাকায় অভিযান চালানো হয়। পুলিশ জানায়, আলম চানের বসতঘর তল্লাশি করে দেড় কেজি গাঁজা, ২৫০ মিলি বিদেশি মদ, তিনটি বড় ছোরা, একটি করে স্টিলের চাপাতি, টেটা এবং দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়।
আটক আলম চান শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহম্মেদের অনুসারী এবং নিজেকে যুবদল নেতা পরিচয় দিতেন। তার বিরুদ্ধে মাদক আইনে ১০টি মামলা রয়েছে। নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।
সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মো. ফয়সাল (২১), রিফাত (২০), জুবায়ের ভূঁইয়া রানা (৩৬), মো. মোস্তফা হোসেন (২৬) ও অভিনন্দী (৩০)। অভিযানের পরে যাচাই-বাছাই শেষে ১৯ জনকে থানায় হেফাজতে নেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানিয়েছেন, নারায়ণগঞ্জে মাদকসেবীর সংখ্যা বেড়ে যাওয়ায় কিশোর গ্যাং, হত্যা, চুরি-ছিনতাইও বৃদ্ধি পেয়েছে। তাই জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে এবং অভিযান অব্যাহত থাকবে।
যুক্তরাষ্ট্রে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।