নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রির সময় স্থানীয় এলাকাবাসীর হাতে আটক হয়েছেন ছয় জন। বুধবার (১০ অক্টোবর) দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন নাজমা বেগম, মৌসুমী, নাজমুল, খলিল, মাসুদ রানা ও রিয়াজ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের পর মৈকুলি এলাকার বাসিন্দারা মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। নাজমা বেগমকে এলাকাবাসী মাদক সম্রাজ্ঞী হিসেবে চিহ্নিত করেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নাজমা বেগমের বাড়িতে তল্লাশি চালায় এলাকাবাসী। এ সময় নাজমা আক্তারসহ তার বাড়িতে মাদক সেবন করতে আসা ৫ জনকে ২৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে। পুলিশ নাজমা বেগমের ঘর থেকে নগদ টাকা ও দেশীয় অস্ত্রও উদ্ধার করেছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “নাজমা বেগমসহ ছয় জনকে মাদকসহ আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।