মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কালই এলাকায় গত রোববার মাদক বিরোধী অভিযান চালিয়ে আরিফ, পারভেজ ও মিলন নামের তিন মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ আটক করেছে র্যাব-৪ (সিপিসি-৩)।
রোববার (১৪ নভেম্বর) রাতে র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার হুমায়ুন কবীর প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
এরপরই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিবুল হাসান রাজিবকে নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
জানা যায়, হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গালা ইউনিয়ন থেকে নৌকা প্রতীক প্রত্যাশী রাজিবুল হাসান রাজিবের সঙ্গে চিহ্নিত মাদক ব্যবসায়ী আরিফ, পারভেজ ও মিলনের পুরোনো সখ্যতা রয়েছে। রাজিবের সবসময়ের সঙ্গী ছিলেন মিলন, পারভেজ ও আরিফ। ফেসবুকে তাদের সাথে রাজীবের নানা সময়ের ছবিও পোস্ট করতে দেখা গেছে।
রাজীবের বাড়ির সামনের ক্ষুদ্র ব্যবসায়ী ও এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যার পর মাদক ব্যবসায়ী আরিফ, পারভেজ ও মিলন মাদকসহ সিএনজি যোগে রাজীবের বাড়ির সামনে এসে নামলেই র্যাবের সদস্যরা তাদের আটক করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী উজ্জ্বল, রিপন ও সাইদুর বলেন, সন্ধ্যা সাতটার দিকে রাজীবের বাড়ির দারোয়ানের ডাক-চিৎকারে এগিয়ে গিয়ে দেখি রাজীবের বাড়ির সামনে থেকে রাজিবের সহযোগী আরিফ, মিলন ও পারভেজকে র্যাবের সদস্যরা মাদকসহ আটক করেছে। তারা তিনজন প্রায়ই রাজীবের বাড়িতে যাওয়া আসা করতো। রাজিবের সাথে তাদের খুব ভালো সম্পর্ক। রাজিব মাঝেমধ্যেই তাদের মোটরসাইকেলে করে বিভিন্ন জায়গায় যাতায়াত করতো। এছাড়া মাঝেমধ্যেই রাজীবের সাথে তাদের আড্ডা দিতেও দেখা গেছে।
এ ব্যাপারে হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিবুল হাসান রাজিবের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি রাজনীতি করি, মানুষের সেবা করি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদ প্রার্থী। বিভিন্ন ধরনের মানুষ আমার কাছে যাওয়া আসা করে। তাদের মধ্যে কোন লোক কেমন সেটা তো আর আমার জানার কথা না। র্যাব তাদের আটক করার পর বিভিন্ন নিউজ থেকে জানতে পারলাম তারা মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের সাথে আমার কোন সখ্যতা নাই।
র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার হুমায়ুন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালই এলাকার আব্দুল মান্নানের মালিকানাধীন মাইমুনা টিম্বার ট্রেডার্স এর সামনে ফাঁকা রাস্তা থেকে মাদক ব্যবসায়ীদের ধরার সময় দুইজন আসামি দৌড়ে ওই বাড়ির ভিতর ঢুকে গেলে তাদেরকে ওখান থেকে গ্রেফতার করা হয়। বাড়িটি ঘটনাস্থলের পাশেই অবস্থিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।