আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির ডাকসাইটে মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ৮৮ বছর বয়সী ওই মাদক বিক্রেতার নাম রাজরানী। কয়েক দশক ধরে দিল্লিতে মাদক কারবার চালাত এই বৃদ্ধা।
জানা গেছে, রাজরানীর স্বামী ছিলেন মাদক বিক্রেতা। ১৯৯০ সালে স্বামী মারা যাওয়ার পর রাজরানী ব্যবসা শুরু করেন। ১৯৯৬ সালের মধ্যে তিনবার পুলিশের জালে ধরাও পড়েন তিনি। কিন্তু প্রতিবারই ছাড়া পেয়ে যান।
দিল্লির ইন্দ্রপুরী এলাকায় বুধবার ফাঁদ পাতে পুলিশ। খবর ছিল, ১৬ গ্রাম হেরোইনসহ রাজরানী ইন্দ্রপুরীতে নিজের বাড়িতে আসছে। রাজরানী ও তার দলের একাধিক লোক ধরা পড়েছে। পাঞ্জাব ও উত্তরপ্রদেশে মাদক কারবার চালাত রাজরানী।
রাজরানীর জীবনের একটি অন্য দিকও আছে। খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল রাজরানীর। সাত সন্তান ছিল তার। স্বামী ছিল মাদক বিক্রেতা। রাজরানীর ছয় সন্তান মাদক সেবনের ফলে মারা যায়। তারপর স্বামীর মৃত্যুর পর মাদক ব্যবসায় চলে আসে রাজরানী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।