জুমবাংলা ডেস্ক : নওগাঁর ধামইরহাটে মাদক সেবনের কথা বাবাকে বলে দেওয়ায় প্রতিবেশী ভাতিজার হাঁসুয়ার আঘাতে মোস্তফা রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে জয়পুরহাট সদর হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে সকাল ১০টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের পূর্ব তাহেরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা রহমান ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে এবং ভাতিজা রাজু হোসেন (২০) একই গ্রামের এনামুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজু হোসেন একজন উচ্ছৃঙ্খল প্রকৃতির ছেলে। গোপনে মাদক সেবন করত। মাদকসেবনের বিষয়টি রাজুর বাবাকে জানিয়ে দেন প্রতিবেশী চাচা মোস্তফা রহমান। এরই জের ধরে মোস্তফার ওপর ক্ষিপ্ত হয় রাজু।
শুক্রবার সকালে মোস্তফা রামপুরা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাজুর বাড়ির সামনে মোস্তফাকে দেখে ধারালো হাঁসুয়া দিয়ে পেছনে থেকে মাথায় আঘাত করে রাজু।
মোস্তফা গুরুতর জখম হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
ঘটনার পর রাজু আহমেদ গ্রাম থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পলাশতলী বাজার থেকে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী।
ধামইরহাট থানার ওসি আবদুল মমিন বলেন, রাজুকে উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।