জুমবাংলা ডেস্ক : মাদক সেবনের দায়ে শুক্রবার (১ জানুয়ারি) রাতে পাংশা শহরের কৃষি ফার্ম এলাকা থেকে পাংশা মডেল থানা পুলিশ কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. সদর উদ্দিন খানের ছেলে নাজমুস ছালেহীনসহ ৮ যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন।
জানা গেছে, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে পাংশা থানার এসআই নোনী গোপাল সরকার সঙ্গীয় পুলিশ দল বিশেষ অভিযান পরিচালনা করে পাংশা কৃষি ফার্ম এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে।
এ অভিযানে অন্যান্য গ্রেফতার কৃতরা হলো- মো. লিটন খান (২৭) পিতা মোবারক খান, সাং সত্যজিতপুর পাংশা, শাওয়ানুর রহমান (২৭) পিতা মোস্তাফিজুর রহমান, সাং-নারায়নপুর পাংশা, হাসিব উদ্দিন (২৫) পিতা গোলাম শাহারিয়ার, সাইদুর রহমান (২৬) পিতা আব্বাস উদ্দিন সর্ব, সাং পাংশা কলেজ পাড়া, সাজিরুল ইসলাম (২৫) পিতা সিরাজুল ইসলাম, গ্রাম: আমবাড়ীয়া কালুখালী, সিয়াম মাহামুদ (২১) পিতা রহিম উদ্দিন, গ্রাম: সমোশপুর ও রুপক বিশ্বাস অরপে জয় পিতা দীলিপ বিশ্বাস, সাং খোকষা কলেজ পাড়া। গ্রেফতারকৃতদের শনিবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়।
পাংশা থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাত হোসেন জানান, বর্তমানে পাংশা কৃষি ফার্মে উঠতি বয়সের যুবকদের আনাগোনা বেড়ে যাওয়া ওই এলাকায় মাদক সেবন হয় এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.