নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে নিজের থাকার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মোঃ ইমন নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ । বৃহস্পতিবার সকালের দিকে ওই মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
মো: ইমন (২০) শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের কাফিলাতলী গ্রামের মোঃ ইসমাইল হোসেনের ছেলে।
স্বজনেরা জানান, গত বুধবার রাত আটটার পর ইমন তার নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। এরপর বৃহস্পতিবার তার ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে বাইরে থেকে ডাকাডাকি করেও তার সারা পাচ্ছিলেন না। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। একই সঙ্গে ঘরের দরজা ভেঙে স্বজনেরা ভিতরে গিয়ে দেখতে পান ঘরের ধর্ণার সাথে বাঁধা দড়িতে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ইমনের নিথর দেহ ঝুলছে। এরপর পুলিশ এসে মরদেহ নিয়ে যায়। স্বজনেরা আরো জানান, মাদক সেবনে নিয়মিত আসক্ত ছিল ইমন। তাকে মাদক সেবন থেকে বিরত থাকার জন্য বারবার স্বজনদের পক্ষ থেকে বলা হচ্ছিল। সর্বশেষ বুধবার রাতে মাদক সেবনে বাধা দেওয়ায় অভিমান করে নিজের ঘরে চলে গিয়েছিলেন ইমন। এরপর বৃহস্পতিবার তার মরদেহ উদ্ধার হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর এর কারণ সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।