মাদারল্যান্ডকে সাদারল্যান্ড করে ফেললে তো চলবে না ভাই!

জুমবাংলা ডেস্ক : দিনশেষে সিস্টেমটাই আসল! এই সিস্টেমকে আপনি পাত্তা না দিয়ে যে ইংরেজি গালির তুবড়ি ছুঁড়েছেন, তাতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল ! এই সিস্টেমে পরিবর্তন, পরিবর্ধন আসতে পারে কিন্তু তাকে একেবারে উপেক্ষা করা যায় না ভাই!

সিস্টেম মেনে আপনি এখন ঠিকঠাক আছেন তো ?
একদিকে মাদারল্যান্ড আরেকদিকে মাদারল্যান্ডকে সাদারল্যান্ড করে ফেললে তো চলবে না ভাই !!

দায়িত্বে নিয়োজিত যারাই থাকুন না কেন, নিজেদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ভুলে যাবেন না যেন !
শুভ রাত্রি।
(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন), ওয়ারী বিভাগ, ডিএমপি, ঢাকা।