নামাজ আদায় করা অবস্থায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে তারাবিরমঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টা দিকে রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি এলাকার একটি মসজিদে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মজিবর বেপারি (৫০)। তিনি ওই এলাকার মৃত নওয়াব আলী বেপারির ছেলে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, মসজিদে তারাবির নামাজ পড়তে ঢোকার পর হঠাৎ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে মজিবরকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপানো শুরু করে তারা।
তিনি বলেন, মজিবর দৌড়ে বাইরে চলে আসার চেষ্টা করলে মসজিদ প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা সন্ত্রাসীরা আবার তাকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মজিবরকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন ওসি শাহজাহান মিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।