জুমবাংলা ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের মাদারীপুর জেলা কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার মাদারীপুর জেলা শহরের বড় মাদরাসা (চন্ডীবর্দি) মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত ওলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে মাওলানা আলী আহমদ চৌধুরীকে সভাপতি, পীরজাদা হাফেজ মাওলানা হানজালাকে সহ-সভাপতি, মাওলানা আকরাম হোসাইনকে সাধারণ সম্পাদক, মাওলানা জামাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা হাফেজ ইয়াসমিনকে অর্থ সম্পাদক ও মাওলানা নোমান আল হাবীবকে প্রচার সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট হেফাজতে ইসলাম মাদারীপুর জেলা কমিটি ঘোষণা করেন যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দীন রব্বানী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, সহকারী অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।