মেধা, সাধারণ কোটা ও সংখ্যালঘু শিক্ষার্থী যারা সরকার থেকে উপবৃত্তি পেতেন তাদের বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এসব শিক্ষার্থীদের ব্যাংক ও অন্যান্য ভুলের জন্য আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সুযোগ দিয়েছে অধিদপ্তর।
বৃহস্পতিবার প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মাউশি মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্ত [পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক (পাস/সম্মান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে] এবং রাজস্ব খাতভুক্ত সংখ্যালঘু সম্প্রদায়সমূহের উপবৃত্তি ও পেশামূলক উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের Bounced Back কৃত ব্যাংক সংক্রান্ত তথ্য ও অন্যান্য সাধারণ তথ্যের ভুল সংশোধনের সময়সীমা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।