শিগগিরিই গ্রহদানব বৃহস্পতির চাঁদ ইউরোপার উদ্দেশে মিশন পরিচালনা করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সব ঠিক থাকলে আগামী ১০ অক্টোবর, বৃহস্পতিবার ক্লিপার মহাকাশযান উৎক্ষেপণ করা হবে। গত ১৭ সেপ্টেম্বর নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরি থেকে এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে নাসার প্ল্যানেটারি সায়েন্স বা গ্রহবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিনা ডিব্র্যাসিও বলেন, ‘আমরা যে নতুন জায়গায় যাওয়ার সুযোগ পাচ্ছি, সেখানে আগে কখনো গভীরভাবে অনুসন্ধান চালানো হয়নি। ইউরোপা প্রায় আমাদের চাঁদের সমান। কিন্তু আমাদের বিশ্বাস, সেখানে বরফ আকারে অনেক পানি আছে। পৃথিবীর মহাসাগরগুলোর তুলনায় অন্তত দ্বিগুণ পানি রয়েছে ইউরোপায়। সেখানে প্রাণ থাকতে পারে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।