রফিক সরকার, গাজীপুর প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ওই মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, নেতা জনগণকে ভালোবাসলে জনগণও নেতাকে ভালোবাসবে। নেতৃত্বের পাশাপাশি নেতার মধ্যে মানবতাবোধ থাকতে হবে। মানবতাহীন নেতা বেশি দিন নেতৃত্ব দিতে পারে না। কারো কাছ থেকে ভালোবাসা পেতে হলে তাকে আগে ভালোবাসতে হবে।
বুধবার গাজীপুরের কালীগঞ্জ পৌর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা পরিষদ চত্ত¡রে শহীদ ময়েজউদ্দি মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
চুমকি আরো বলেন, দেশে যুব সমাজের সংখ্যা অর্ধেক। যুব সমাজকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। তাদের মেধা ও যোগ্যতা অনুসারে কর্মসংস্থানের পদক্ষেপ নিয়েছেন সরকার। যুব সমাজকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে কালীগঞ্জে পলিটেকনিক্যাল কলেজ করা হবে। নারী-পুরুষ উভয় মিলে দেশের জন্য কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।
কালীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি আহমেদুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহআলম দেওয়ানের পরিচালনায় সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, গাজীপুর জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. আশরাফী মেহেদী হাসান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম প্রমুখ। এ সময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলন।
এদিকে, সম্মেলনে পদ প্রত্যাশী ওই দুই প্রার্থীর পক্ষে স্থানীয় নেতা-কর্মীদের ছোট ছোট মিছিলগুলো এক সময় জনসমুদ্রে পরিনত হয়।
সম্মেলনের শেষে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি সভাপতি হিসেবে এস.এম রবিন হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে কামরুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।