জুমবাংলা ডেস্ক : মানবিক করিডর নিয়ে কোনো ধরনের চুক্তি হয়নি বলে সাফ জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
রবিবার (৪ মে) সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
খলিলুর রহমান বলেন, রোহিঙ্গাদের একত্রিকরণ নয়, বরং প্রত্যাবাসনই একমাত্র সমাধান। মানবিক করিডর নিয়ে সরকার কোনো ধরনের চুক্তি করেনি।
বাংলাদেশ যখন চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে ঠিক তখনি ভারত প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতাকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। একদিকে আলোচনা চলছে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে, অন্যদিকে প্রতিনিয়ত উড়ে এসে জুড়ে বসছে হাজারো রোহিঙ্গা।
শনিবার (৩ মে) পর্যন্ত কক্সবাজারে আরও ৫ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। এ নিয়ে নতুন রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার।
এমতাবস্থায় রবিবার সকালে বিউপি অডিটোরিয়ামে রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে।
মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতাকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগও মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা।
অন্যদিকে মানবিক কোরিডোর নিয়ে কোন চুক্তি হয়নি জানিয়ে ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ নিয়ে অন্য কোনো দেশের গুজবে কান দেয়া যাবেনা।
বাংলাদেশ মিয়ানমারের স্বার্বভৌমত্বকে শ্রদ্ধা করে, দেশটিকে অস্থিতিশীল করার কোন ইচ্ছা নেই বাংলাদেশের বলেও জানান এ উপদেষ্টা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।