মা অসুস্থ, মানবিক কারণে দেশের বাইরে যেতে চান জ্যাকলিন

মা অসুস্থ, মানবিক কারণে দেশের বাইরে যেতে চান জ্যাকলিন

বিনোদন ডেস্ক : দেশের বাইরে যাওয়ার ব্যাপারে আদালত রাজি না হওয়ায় বাধ্য হয়েই আবেদন প্রত্যাহার করেছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ।

মা অসুস্থ, মানবিক কারণে দেশের বাইরে যেতে চান জ্যাকলিন

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দিল্লির পাতিয়ালা হাউস পরিবারের সঙ্গে দেখা করতে বাহরাইন যাওয়ার অনুমতি চান জ্যাকলিন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) হওয়া শুনানিতে আদালত তাকে অনুমতি দেয়নি।

এদিন শুনানিতে জ্যাকলিনের আইনজীবী আদালতে তার মায়ের অসুস্থতার কথা জানিয়ে মানবিক কারণে দেশের বাইরে যাওয়া অনুমতি চান।

এর প্রেক্ষিতে সুকেশের মামলা আপাতত ‘সংবেদনশীল’ পর্যায়ে রয়েছে জানিয়ে আদালত বলেন, সম্ভব হলে জ্যাকলিনের উচিত হবে বিদেশ যাওয়ার পরিকল্পনা ত্যাগ করা।

সবশেষে আদালত জ্যাকলিনকে বলেন, আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি আপনি এই আবেদন প্রত্যাহার করতে চান, নাকি এই নিয়ে বিচার বিভাগের রায় শুনতে চান।

আদালত এই বক্তব্যের প্রেক্ষিতে জ্যাকলিন তার আবেদন প্রত্যাহার করে নেন।

প্রসঙ্গত, আর্থিক অনিয়মের মামলায় সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের নাম জড়িয়ে যাওয়ায় রীতিমত বেকায়দায় আছেন বলিউডের এই অভিনেত্রী।