প্রতিবেদনে বলা হয়, এমন শারীরিক গঠন নিয়ে জন্ম নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় বাছুরটির।
জেনেটিকস বিশেষজ্ঞ নিকোলাস ম্যাগনাগো জানান, বিরল জেনেটিক মিউটেশনের কারণে এমনটি ঘটে থাকতে পারে।
মিউটেশন হলো ডিএনএ অনুক্রমের পরিবর্তন, যা ওই বাছুরে স্থানান্তরিত হয়েছে। এটি একটি স্বতঃস্ফূর্ত পরিবর্তন, যা মিউটেজেনস, শারীরিক, রাসায়নিক বা জৈবিক এজেন্টগুলোর মাধ্যমে হয়।
এর আগে চলতি বছরের শুরুতে ভারতের হিমাচল রাজ্যের শিমলার একটি গ্রামে দুই মাথা, চার চোখ, দুটি মুখসহ একটি বাছুরের জন্ম হয়েছিল।
এর আগেও ভারতের রাজস্থান ও উদয়পুরে বিকৃত গঠনের বাছুরের জন্ম হয়েছিল। যার ফলে শোরগোল পড়ে গিয়েছিল ওইসব এলাকায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।