মানহানিতে সাংবাদিকের কারাদণ্ড নয়, জরিমানা সর্বোচ্চ ২৫ লাখ টাকা

আইনমন্ত্রী আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হকজুমবাংলা ডেস্ক :  ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ আইন-২০২৩ প্রণয়ন করছে সরকার। এ আইনের বহু ধারা নতুন সাইবার নিরাপত্তা আইনে যুক্ত করা হবে। কিছু ধারায় বড় সংশোধনী আনা হবে। মানহানির মামলায় সাংবাদিকদের কারাদণ্ডের পরিবর্তে জরিমানার বিধান রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

আজ সোমবার (৭ আগস্ট) দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মানহানির অভিযোগে কারাদণ্ড দেওয়ার বিধান ছিল। নতুন আইনে সেখানে পরিবর্তন এনে কারাদণ্ডের পরিবর্তে জরিমানার বিধান করা হবে।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ধারায় মানহানির বিচার করা হয়। এই ধারায় বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে দণ্ডবিধির ৪৯৯ ধারায় বর্ণিত মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করেন, তার জন্য তিনি অনধিক তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা অনধিক ৫ লাখ টাকা পর্যন্ত কারাদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। নতুন আইনে কারাদণ্ডের বিধান না রেখে জরিমানা বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, সাইবার অপরাধ আইন চালু হলে ডিজিটাল সিকিউরিটি বা নিরাপত্তা আইন বাতিল হয়ে যাবে। বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইনে যে সমস্ত মামলা চলমান রয়েছে তা চলতে থাকবে এবং পরবর্তী সময়ে সাইবার অপরাধ আইনে সে মামলা চলবে।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল