জুমবাংলা ডেস্ক : মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আবহমান বাংলার চিরপরিচিত খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে পালিত হয়েছে সাংস্কৃতিক সপ্তাহের পঞ্চম দিন। সন্ধ্যা থেকে রাত অবধি চলে গান ও কবিতা পাঠের আসর।
বুধবার (২১ ফেব্রুয়ারি) শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের জন্য মঞ্চ উন্মুক্ত করে দেয়া হয়। এদিন বিকালে হাড়িভাঙা, বালিশ খেলা, মারবেল দৌঁড় খেলা অনুষ্ঠিত হয়।
পঞ্চম দিন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকায় পুরাতনদেরও অনেকে এসে যোগ দেন। ফলে নতুন-পুরাতনদের মিলনমেলায় পরিণত হয় বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাস এলাকা। ১৭ ফেব্রুয়ারি উদ্বোধনের পর থেকে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে এ সাংস্কৃতিক সপ্তাহ চলছে।
বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে জমকালো এ আয়োজনের। সমাপনি দিনে অনুষ্ঠিত হবে ‘একুশ শতকে বাংলা ভাষা, বই মেলা ও বই পড়া’ শীর্ষক আলোচনা। এতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সাদেকা হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মূখ্য আলোচক থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক এবং প্রাবান্ধিক, গবেষক ও সৃজনশীল প্রকাশক সমিতির পরিচালক খান মাহবুব।
এছাড়া কবিতা আবৃত্তি ও পর্যালোচনায় অংশ নিবেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি বিমল গুহ, দৈনিক মাতৃভূমির সাবেক সাহিত্য সম্পাদক কবি দীলতাজ রহমান, সাবেক অতিরিক্ত সচিব কবি আমিনুল ইসলাম, সময় পূর্বাপরের সম্পাদক কবি হাসান মাহমুদ, সরকারি কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের অধ্যাপক খ্যাতিমান কবি রনজু রাইম এবং ধান শালিকের দেশ, বাংলা একাডেমীর সহ সম্পাদক শামস নুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।