সাইফুল ইসলাম : মানিকগঞ্জের কয়েকটি এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক গণবিজ্ঞপ্তি জারি করেছেন। আগামীকাল সোমবার রাত ৮ টা থেকে ৪ জুলাই পর্যন্ত এই আদেশ বলবত থাকবে।
স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নিয়ে রেড জোনের ঘোষণা দেন মানিকগঞ্জের সিভিল সার্জন। আর গণবিজ্ঞপ্তি দিয়ে এ সংক্রান্ত আদেশ জারি করেন জেলা প্রশাসক।
যে সব এলাকা রেড জোনের আওতায় পড়েছে, সদর উপজেলার মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া, উত্তর সেওতা এবং গঙ্গাধরপট্ট্রি। সাটুরিয়া উপজেলার সাটুরিয়া সদর ইউনিয়ন ও ধানকোড়া ইউনিয়ন। সিংগাইর উপজেলার সিংগাইর পৌরসভা ও জয়মন্টপ ইউনিয়ন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে রেড জোন এলাকার কেউ বাড়ির বাইরে আসতে পারবে না। রেড জোনে কেউ ঢুকতে পারবে না বন্ধ থাকবে শপিংমল, দোকানপাট। ইমামসহ ৫ জন মসজিদে নামাজ পড়তে পারবে। তবে জুমার নামাজ পড়তে পারবে ১০ জন। সব ধরনের সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকবে।
তবে এই আদেশের আওতামুক্ত থাকবে সাংবাদিক, জরুরী সেবাদানকারী , সরকারী অফিস, ব্যাংক ও শিল্প প্রতিষ্ঠানে চাকরিজীবীরা। এদের যানাবহানও আওতামুক্ত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।