সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের সর্দারসহ ৪ জনকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে মানিকগঞ্জ সদর থানায় কর্মরত এসআই মোঃ টুটুল উদ্দিন, এসআই শফিকুল ইসলাম সরদার ও এসআই মোঃ জামিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মানিকগঞ্জ পৌরসভার কেওরজানি এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্ততিকালে ডাকাতদলের সর্দারসহ ৩ জনকে গ্রেফতার করা হয় এবং রাতে পালিয়ে যাওয়া ডাকাতদলের আরেক সদস্যকে বুধবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- জেলার দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের জগতলা গ্রামের মোঃ হানিফ মিয়ার ছেলে ডাকাতদলের সর্দার মহিদুর রহমান মধু (৪০), ) মানিকগঞ্জ পৌরসভার বড় সুরুন্ডী এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ আনোয়ার হোসেন ওরফে ভেন্ডি আনোয়ার(৩০), মানিকগঞ্জ পৌরসভার মানরা এলাকার আব্দুল হকের ছেলে মোঃ হৃদয় হোসেন(৩০), সদর উপজেলার জাগীর ইউনিয়নের দেড়গ্রাম এলাকার মনুর উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (৩০)।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা জানান, গতকাল দিবাগত রাতে সদর থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করেছে। তাদের হেফাজত হতে একটি দেশীয় তৈরি পিস্তল, ডাকাতি কাজে ব্যবহৃত লোহার রড ও রামদা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদের নামে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা দলগতভাবে মানিকগঞ্জ জেলায় বিভিন্ন স্থানে ডাকাতি, চুরি, ছিনতাই কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় দুটি মামলা রুজু হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।