সাইফূল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হককে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

শনিবার ( ৪ নভেম্বর) রাত ১১ টার দিকে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি জানানো হয়- বাংলাদেশ আওয়ামীলীগ সাটুরিয়া উপজেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, আপনি সংগঠন বিরোধী কার্যকলাপ এবং সিনিয়র নেতাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় আব্দুল হক, পিতাঃ মৃত আব্দুস সামাদ সভাপতি-ধানকোড়া ইউনিয়ন আওয়ামীলীগ, আপনাকে ধানকোড়া ইউনিয়নের সভাপতি পদ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হইল।

বিজ্ঞপ্তি আরো জানানো হয়- আপনি আগামী ৯০ (নব্বই) দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হইল। অন্যথায় চিরস্থায়ী ভাবে বহিষ্কার হিসেবে গণ্য হবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


