সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জ সদর উপজেলার ১০ ইউনিয়নের ৮টিতে নৌকা প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে গড়পাড়া ইউনিয়নে আফসার উদ্দিন সরকার(নৌকা) এবং জাগির ইউনিয়নে জাকির হোসেন(নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রোববার (২৮ নভেম্বর) জেলার সদর উপজেলার ১০টি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে রাতে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেন বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিতরা হলেন- নবগ্রাম ইউনিয়নে গাজী হাসান আল মেহেদি সুহাস(নৌকা), পুটাইল ইউনিয়নে মহিদুর রহমান মহিদ (নৌকা), ভাড়ারিয়া ইউনিয়নে আব্দুল জলিল (নৌকা) , হাটিপাড়া ইউনিয়নে মোঃ গোলাম মনির হোসেন (নৌকা), কৃষ্ণপুর ইউনিয়নে বিপ্লব হোসেন সেলিম (নৌকা), আটিগ্রাম ইউনিয়নে নূর-এ আলম সরকার (নৌকা) প্রার্থী বেসরকারীভাবে বিজয়ী হন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা দুই লাখ ১ হাজার ৬৯০। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৮১১ এবং পুরুষ ভোটারের সংখ্যা এক লাখ ৮৭৯। সদর উপজেলার জাগীর ও গড়পাড়া ইউনিয়ন পরিষদ ব্যতিত অপর ৮টি ইউনিয়ন পরিষদে মোট ৩৮ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও সাধারন সদস্য পদে ৩৩৩ এবং সংরক্ষিত সদস্য পদে ১০৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।