মানিকগঞ্জ প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রভাবে শ্রমিক সংকটে দেশের এই মহামারী পরিস্থিতিতে মানিকগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য এম.এ নাইমুর রহমান দুর্জয়ের নির্দেশনায় ছাত্রলীগ নেতা আদিত্য পন্ডিতের উদ্যেগে শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের পয়লা গ্রামে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছিয়ে দেয় l
এসময় উপস্থিত ছিলো বাপ্পি আহমেদ(আসিক) মোঃ নাজমুল হোসেন, মোঃ মনিরুজ্জামান, আসিক মোল্লা, তাপস হালদার,সাব্বির হোসেন,লিটন, কাউসার,সিরাজুল, মেহেদী,সাব্বির,জুয়েল,নাসির,সফিউল্লাহ, জোবাইর,সাকিব প্রমুখ।
ছাত্রলীগ নেতা আদিত্য পন্ডিত বলেন, দেশে করোনা ভাইরাস সংক্রমনের প্রভাবে কৃষকের শ্রমিক সংকট থাকার কারনে কৃষকের ফলানো ধান সময় মতো ঘরে তুলতে পারছে না। এমন অবস্থায় এমপি নাইমুর রহমান দূর্জয়ের নির্দেশে শিবালয় উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা কৃষকের পাশে দাড়িয়ে ধান কেটে বাড়ি পৌছিয়ে দিচ্ছে। শিবালয় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের পাশে থেকে কৃষকের এই ধান কাটা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।