সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: মানিকগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনামূলক কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালন করা হয়। মানিকগঞ্জ জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
শহীদ রফিক চত্ত্বরে আলোচনা শেষে একটি র্যালী বের করা হয়। র্যালীটি জেলা প্রেসক্লাব হয়ে শহরের দুধ বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় পথচারীদের মাঝে মাক্স বিতরণ করা হয় এবং করোনাভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করা হয়।
এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার রিফাত রহমান শামীম (পিপিএম) ও পৌরসভার মেয়র মো. রমজান আলীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


