সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: “তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার, তথ্য আমার অধিকার জানতে হবে সবার” এ প্রতিপাদ্য কে সামনে রেখে মানিকগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুুপুর ১২টার দিকে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার ও মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ মহোদয়ের নির্দেশনায় জেলা তথ্য অফিস মিলনায়তনে জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেনের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মানবসম্পদ উন্নয়ন সংস্থার মানিকগঞ্জ জেলার সভাপতি মোঃ আবদুল্লাহ, জেলা তথ্য অফিসের অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে ও তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।