মানিকগঞ্জ প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং সাংবাদিক মিশুক মুনীর স্মরণে মানিকগঞ্জের ঘিওরে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদ ও পাখি লালন করি সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
মানিকগঞ্জ বন বিভাগের সার্বিক সহযোগিতায় উপজেলার বানিয়াজুরী-তাড়াইল নতুন রাস্তার দুই পাশের এক কিলোমিটার এলাকাজুড়ে আকাশমনি জাতের ২শত কাঠ গাছের চারা রোপন করা হয়। এ সময় ঘিওর উপজেলা বন কর্মকর্তা রফিকুল ইসলাম, বারসিকের জেলা আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রিপন আনসারী, পাখি লালন করি (পালক) এর যুগ্ম আহবায়ক খন্দকার খালেকুজ্জামান, স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখতারুজ্জামান বাবু, ঠাকুরকান্দি-তাড়াইল বন উন্নয়ন সমিতির সভাপতি আলমাছ উদ্দিন বিশ্বাস মুছা প্রমুখ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।