মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে রূপালী বেগম (৩০) নামে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ আগস্ট ) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। রূপালী বেগম গোবিন্দপুর গ্রামের প্রবাসী রাজা মিয়ার স্ত্রী।
রূপালী বেগমের পিতা মজিবর রহমান বলেন, রুপালীর ঘরের আলমারি খোলা, ড্রয়ার ভাঙ্গা ও প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। রুপালীকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই তার মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।