সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ পুলিশ প্রশাসন।
বুধবার (২৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
সকাল ১০টার দিকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় পুলিশ সুপারসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড়া দখলদারেরা নিজেরাও দোকানপাট ও মালামাল অন্যত্র সরিয়ে নেন। বেলা একটা পর্যন্ত চলে এই উচ্ছেদ অভিযান।
পুলিশ প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহরের প্রবেশদ্বার মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ব্যস্ততম এলাকা। বাসস্ট্যান্ডের ফুটপাত ও সড়কের একাংশ দখল করে ফল, পান-সিগারেট, মালামালসহ বিভিন্ন দোকানপাট করা হয়েছে। এ ছাড়া সড়কের একাংশজুড়ে তিন চাকার যানের অবৈধ স্ট্যান্ড করায় সেখানে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। এতে পথচারী ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
এসব বিষয় নিয়ে সম্প্রতি জেলা আইনশৃঙ্খলা সভাসহ বিভিন্ন সভায় আলোচনা হয়। এ পরিপ্রেক্ষিতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদের উদ্যোগ নেয় পুলিশ প্রশাসন।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় শহরের প্রবেশদ্বার শহীদ সরণি লেন সড়কের অভিমুখে ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট ও সড়কের অর্ধেকজুড়ে তিন চাকার যানের স্ট্যান্ড করায় প্রতিনিয়ত যানজট লেগে থাকে। জনসাধারণের চলাচলের সুবিধার্থে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।