মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে অতিরিক্ত দামে চাল, ডাল ও আদা বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে পাঁচজন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার সকালে সিংগাইর উপজেলার জামশা, চারিগ্রাম, বলধারা, বাঙ্গালা বাজার এবং সদর উপজেলার বরুন্ডি, বালিরটেক ও মিতরা বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা ও জেলা প্রশাসক মানিকগঞ্জ এস এম ফেরদৌসের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে অতিরিক্ত দামে চাল, ডাল ও আদা বিক্রিয় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে রোহান স্টোরকে ২০০০ টাকা, বাদল স্টোরকে ১০০০ টাকা, , সায়েদ স্টোরকে ৩০০০ টাকা, রহিমা স্টোরকে ৫০০০ টাকা, মাস্টার স্টোরকে ১০০০ টাকা করে মোট ১২,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, সম্প্রতি আদার দাম নিয়ে বাজারে গুঞ্জন চলছে। কোথাও আদার কেজি ২০০ টাকার বেশি চাইলে অভিযোগ জানালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় অভিযোগ জানাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হট লাইন ১৬১২১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন ক্যাবের সাধারণ সম্পাদক, সিংগাইর উপজেলার স্যানেটারী ইন্সপেক্টর ও আনসার ব্যাটালিয়ন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।