সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৫ নারী দালালসহ মোট ৯ দালালকে আটক করেছে র্যাব-৪।
রবিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল চত্ত্বর থেকে ওই দালালদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ যোবায়ের তাদেরকে জেল-জরিমানা প্রদান করেন।
র্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কমান্ডার লে: কমান্ডার আরিফ জানান, ভ্রাম্যমাণ আদালতে পুরুষ দালাল ইলিয়াস, পাপপু, নরেশ, মোমিনকে ৭দিনের কারাদণ্ড এবং নারী দালাল রেহেনা, রওশনারা, রাশেদা, শিলা, রোকেয়াকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এসময় জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: কাজী এ কে এম রাসেল, র্যাবের সিনিয়র এএসপি উনু মং উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।