সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে পৃথক দুইটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৪।
মঙ্গলবার (০৪ জানুয়ারী) দুপুরে র্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোনের নেতৃত্বে মানিকগঞ্জ সদর উপজেলা ও সিংগাইর উপজেলায় পৃথক দুইটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের পাঞ্জনখাড়া গ্রামের মৃত ঝড়ুর ছেলে মোঃ আক্কাস আলী (৩৫), মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ শামীম (৩০), গোল্লাপাড়া, থানা-তানোর, জেলা- রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া গ্রামের মোঃ জাহিদুল ইসলামের মোঃ জনি (৪০) ও , থানা- , জেলা- জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পলিশা গ্রামের মৃত আবুবকরের ছেলে মোঃ আলতাফুর (৩২)।
এসময় মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ৫০০ গ্রাম গাঁজা, ১৭ গ্রাম হেরোইন, গাঁজা পরিমাপের দুইটি ডিজিটাল স্কেল, ছয়টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ ৫ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব-৪ (সিপিসি-৩) এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আরিফ হোসেন জানান, আটককৃত আসামীরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য এনে মানিকগঞ্জের সদর থানা ও সিংগাইর থানা এলাকাসহ আশপাশের এলাকায় যুব সমাজের নিকট বিক্রি করে আসছে। এসব মাদক ব্যবসায়ীদের সম্পর্কে র্যাবের গোয়েন্দা দল তথ্য পাওয়ার পর তাদেরকে গ্রেফতার করার জন্য তৎপর হয়ে ওঠে এবং গোপন সংবাদের ভিত্তিতে বর্ণিত ঘটনাস্থল হতে আসামীদেরকে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য এবং মাদক বিক্রির নগদ টাকাসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক দুইটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদক বিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে এরূপ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।