সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি এলাকায় কালীগঙ্গা নদী থেকে বলগেট দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ বালু ব্যবসায়ীকে দুই লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
জরিমানা প্রাপ্তরা হলেন, উপজেলার হাটিপাড়া ইউনিয়নের মনির হোসেন, আক্কাস আলী,সেকেন্দার মৃধা ও আবু সাঈদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে তাদেরকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।