সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে ৩ লাখ ৮০ হাজার টাকার হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে এসআই মোঃ কায়সার হামিদ ও এসআই আসাদ মিয়ার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে সদর উপজেলার ছোট ঘিওর ও পাছবারইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার ছোট ঘিওর এলাকার শেখ কাজিমুদ্দিন বেপারীর ছেলে শাহিন বেপারী (৩৬), ইদ্রিস আলীর ছেলে হামিদুর রহমান (৩৩), সালামের ছেলে মো: বিপ্লব (২৭) এবং পাছবারইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে লিটন মিয়া (৩০) ও আকমত আলীর ছেলে মোশারফ মিয়া (৩৭)।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ছোট ঘিওর (বাঘুটিয়া) এলাকায় অভিযান চালিয়ে ১৩ গ্রাম হেরোইনসহ শাহিন বেপারী, হামিদুর রহমান ও বিপ্লব নামে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অপর এক অভিযানে পাছবারইল এলাকা থেকে ২৫ গ্রাম হেরোইনসহ লিটন মিয়া ও মোশারফ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। আসামীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।