জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ভয় দেখিয়ে ঘরে রাখতে হাতে লাঠি নিয়ে রাস্তায় নেমেছেন রাজধানীর ভাটারা থানার প্রতিবাদী কণ্ঠ সচেতন সমাজ (পিকেএসএস) নামের একটি স্বেচ্ছাসেবী দল।
রবিবার রাত ৯টার দিকে রাজধানীর কুড়িল বিশ্ব রোডের নূরানী মসজিদ এলাকায় ১১ জনের একটি দল সবার গায়ে সংগঠনের নিজস্ব গেঞ্জি, হাতে লাঠি নিয়ে টহলের মাধ্যমে ভয় দেখিয়ে মানুষকে ঘরে রাখার চেষ্টা করে যাচ্ছে। এপ্রিলের শুরু থেকে রাজধানীর ভাটারা থানার পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে ২২ জনের এ তরুণ স্বেচ্ছাসেবী দলটি দুইটি ভাগে ভাগ হয়ে এ থানার বিভিন্ন এলাকায় বিনা কারণে ঘরের বাইরে বেরোনো মানুষজনকে ভয় দেখিয়ে ঘরে ঢুকাচ্ছে।
এ বিষয়ে এ সংগঠনের সভাপতি পারভেজ আলম শান বলেন, প্রতিবাদী কণ্ঠ সচেতন সমাজ (পিকেএসএস) এটি একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড ভাটারা থানার কুড়িল চৌরাস্তা, খিলক্ষেত, নিকুঞ্জ-১ ও ২, জোহার সাহারা, জগন্নাথপুর, কালাচাঁদপুর এ এলাকাগুলোতে আমরা ২২ জনের দলটি দুটি ভাগ হয়ে কাজ করে যাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য মহামারি করোনাকে মোকাবেলা করার জন্য সরকার যে প্রস্তুতিগুলো নিচ্ছেন এবং আমাদেরকে সচেতনতা বার্তা দেওয়া হচ্ছে আমারা সে বার্তাগুলো গ্রহণ করছি না।
আমাদের যেসব ঘনবসতি এলাকা ও বস্তি বাসিন্দারা এখনো করোনাভাইরাস এর মতো রোগের ব্যাপারে সচেতন নয়। তাই করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আমরা এ এলাকায় ঘুরে ঘুরে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। প্রথমদিকে খালি হাতে ঘুরে ঘুরে কথা বলে বুঝিয়ে কোনো উপকার না পেয়ে মানুষকে ঘরে রাখতে এখন হাতে লাঠি নিয়ে রাস্তায় নেমেছি।
সরকারের নির্দেশনা অনুযায়ী দুপুর ২টা পর্যন্ত মানুষ বাজার করতে পারবে তাই আমরা দুপুর ২টার পরে কোনো মুদির দোকানকেও খোলা রাখতে দিচ্ছি না। যাতে করে কোনো রকম গণজমায়েত না করতে পারে মানুষজন।-কালের কন্ঠ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।