বিনোদন ডেস্ক : সানাই অভিনীত কোনও ছবি এখনও বড় পর্দায় মুক্তি পায়নি। তবুও নানা কার্যক্রমের তিনি নিয়মিতই আলোচিত বা সমালোচিত।তার ফেসবুক লাইভ ও নগ্ন ছবি আপলোড নিয়ে চলে বিতর্ক।
সানাইয়ের কোন ছবি বা পোস্ট মানেই সেটি নিয়ে শুরু হবে ট্রল। তিনি বলেন, আমার প্রতি অনেকের আগ্রহ বেশি। ছোট ভাই বোনরা যখন স্কুলে যায় তাদের শিক্ষকরাও পর্যন্ত আমার সম্পর্কে জানতে চায়। আমি কোথায় যাই, কি খাই ইত্যাদি বিষয়ে তাদের জানার আগ্রহ।
সানাই বলেন, পরিবারে আমিই বড়। তাই পরিবারের প্রতি আমার অনেক দায়িত্ব আছে। আমি সেগুলো পালনে ব্যস্ত সময় পার করি। কে আমাক নিয়ে বলল সেটি দেখা বা শোনার সময় আমার নেই। আমার যখন যা করতে ইচ্ছা করে আমি তাই করি।
তিনি বলেন, কোনও চলচ্চিত্র তারকার জনপ্রিয়তার সঙ্গে আমার জনপ্রিয়তার তুলনা করি না। তবে আমি মনে করি আমার জনপ্রিয়তা অনেক বেশি। কারণ আমি ফেসবুকে ভিডিও আপলোড দিলে তা দেখে ৩০/৪০ লাখ মানুষ। সে থেকে আমি বলতেই পারি আমার জনপ্রিয়তা অনেক। আমার ফেসবুক লাইক চার পাঁচ লাখ। কিন্তু ভিডিও দেখে তার চেয়ে অনেক অনেক বেশি। আমার প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি।
তিনি বলেন, আমার ফেসবুক পেজ কখনও বুস্ট করি না। যারা আমার পেজে আসবে স্বাভাবিকভাবেই আসবে। আর যাদের যাবার কথা তারা এমনিতেই চলে যাবে। অনেকেই মনে করেন ফেসবুকে লাইভ দিয়ে বাড়তি আয়ের চেষ্টা করে সানাই। এসম্পর্কে বলেন, ফেসবুক থেকে যে আয় হবে তা আমার দশদিনও চলবে না।
সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত ভিডিও ও ছবি আপলোড দিয়ে যেসব সমালোচনার সৃষ্টি হচ্ছে তা কি আপনার পরিবার দেখে? বা পরিবার কেন আপনাকে এসব বিষয়ে প্রশ্রয় দিচ্ছে এই প্রশ্ন সাধারণ মানুষের?
এবিষয়ে সানাই বলেন, আমার সম্পর্কে এসব প্রশ্ন কাদের? কোনও কর্মব্যস্ত মানুষ, আমলা বা শিল্পপতির না। এসব প্রশ্ন করে রাস্তার কিছু মানুষ যাদের কোনও কাজ নেই। রাস্তার তৃতীয় শ্রেণির মানুষ কে কি বলল সেটি নিয়ে কোনও মাথাব্যাথা নেই। আমি উচ্চশিক্ষিত একটি পরিবারের মেয়ে এবং আমি নিজেও শিক্ষিত।
এখন পর্যন্ত সানাই ১৯টির মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন। তার সবশেষ মিউজিক ভিডিও ‘দিয়াশালাই’। সেখানেও নগ্নতা নিয়ে সমালোচনা রয়েছে। তার অভিনীত প্রথম ছবি ‘ময়নার ইতিকথা’নানা কারণেই এখনও মুক্তির আলো দেখেনি। তবে সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে শিগগির মুক্তি দেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।