আওয়ামী লীগ মানুষের বুকে গুলি চালিয়ে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, সরকার জনগণের ওপর গুলি চালিয়ে ফ্যাসিবাদী শাসন কায়েমের চেষ্টা করেছিল। জুলাই-আগস্টের গণআন্দোলনে যারা গুলিবিদ্ধ হয়েছিলেন, তাদের চিকিৎসাও নিতে দেওয়া হয়নি। তৎকালীন সরকার হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছিল, যেন আহতদের চিকিৎসা না দেওয়া হয় বলে অভিযোগ করে তিনি।
ড. ইউনূস আরও বলেন, আওয়ামী লীগ আমলে কোটা ব্যবস্থা দুর্নীতি ও স্বজনপ্রীতির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। এই পদ্ধতির মাধ্যমে একটি শ্রেণিকে বঞ্চিত করে দলীয়করণ করা হয়েছে প্রশাসন।
জুলাই আগস্ট আন্দোলনে আহত নিহতদের স্মরণ করে ড. ইউনূস বলেন, শহীদ পরিবার এবং আহতদের আর্থিক সহায়তা করা হয়েছে। গুরুতর আহতদের বিদেশে চিকিৎসা করানো হয়েছে।
জুলাই ঘোষণাপত্র ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় মানিক মিয়া অ্যাভিনিউ
এসময় একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।