মানুষের মস্তিষ্কে যন্ত্র বসানোর পরিকল্পনা করছেন ইলন মাস্ক, দৃষ্টিশক্তি ফিরে পাবেন অন্ধরাও

ইলন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মানুষের মস্তিষ্কে যন্ত্র বসানোর পরিকল্পনা করছেন বিশ্বের শীর্ষ ধনী এবং টুইটারের কর্ণধার ইলন মাস্ক। যার সাহায্যে অন্ধ ব্যক্তির দৃষ্টি ফিরিয়ে আনা সম্ভব, এমনকি যারা চলাফেরায় অক্ষম তাদের সাহায্য করবে এটি।

ইলন মাস্কের স্বাস্থ্য প্রযুক্তি প্রতিষ্ঠান নিউরালিংকের এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। বলেন, আগামী ছয় মাসের মধ্যে মানুষের মস্তিষ্কে এ যন্ত্রের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। সূত্র: রয়টার্স

যদিও এখনও এটি বিক্রির অনুমতি দেয়নি মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন-এফডিএ। তবে মাস্ক জানান, অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র এফডিএর কাছে জমা দেয়া হয়েছে।
ইলন
নিউরালিংকের এই যন্ত্র ছোট্ট একটি কয়েনের সমান। এরইমধ্যে বানরের মস্তিষ্কে বসানো হয়েছে এ যন্ত্র। যার ফলে এর মাধ্যমে কম্পিউটারে গেমস খেলতে দেখা গেছে বানরকে।

স্নায়বিক রোগের চিকিৎসার বাইরে মাস্কের লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা যাতে মানুষকে ছাড়িয়ে যেতে না পারে, তা নিশ্চিত করা।

নিউরালিংক ছাড়াও মস্তিষ্কে প্রযুক্তি বসাতে কাজ করছে সিনক্রন নামের আরেকটি প্রতিষ্ঠান। গত জুলাই মাসে সিনক্রন দাবি করে, যুক্তরাষ্ট্রে তারা প্রথম মস্তিষ্কে ব্রেইন-মেশিন ইন্টারফেস বসিয়েছে।

আর্যভট্ট: গণিত ও জ্যোতির্বিজ্ঞান চর্চায় যার অবদান চিরস্মরণীয়